Minimum Account Balance 2025: ব্যাঙ্কে সেভিংস অ্যাকাউন্ট মানেই আগে একটা শর্ত—Minimum Account Balance রাখতে হবে। না রাখলেই কাটা যাবে জরিমানা। কিন্তু ২০২৫ সালের শুরু থেকেই এই নিয়ম নিয়ে বড় পরিবর্তন এসেছে। সরকারি ব্যাঙ্কগুলো গ্রাহকদের স্বস্তি দিতে একে একে শূন্য ব্যালেন্স চালু করছে, আর বেসরকারি ব্যাঙ্কগুলো করছে একেবারে উল্টো।
ICICI ব্যাঙ্ক: পাঁচ গুণ বাড়ল নিয়ম
দেশের অন্যতম বড় বেসরকারি ব্যাঙ্ক ICICI সম্প্রতি জানিয়েছে—
- মেট্রো শহরে মাসিক গড় ব্যালেন্স এখন রাখতে হবে ₹৫০,০০০ (আগে ছিল ₹১০,০০০)।
- আধা-শহরে লাগবে ₹২৫,০০০ (আগে ছিল ₹৫,০০০)।
- গ্রামে রাখতে হবে ₹১০,০০০ (আগে ছিল ₹৫,০০০)।
এই খবর সামনে আসতেই বহু গ্রাহক সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। অনেকে বলছেন, “এটা সাধারণ মানুষের নাগালের বাইরে।”
সরকারি ব্যাঙ্ক: একের পর এক শূন্য ব্যালেন্স সুবিধা
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)
SBI অনেক আগেই ন্যূনতম ব্যালেন্সের নিয়ম তুলে দিয়ে দেশের কোটি গ্রাহককে স্বস্তি দিয়েছে। এখানে অ্যাকাউন্ট খুললেই শূন্য ব্যালেন্স রাখা যায়।

কানাড়া ব্যাঙ্ক
২০২৫ সালের জুন মাস থেকে কানাড়া ব্যাঙ্ক তাদের সব সেভিংস, স্যালারি ও এনআরআই অ্যাকাউন্টে Zero Balance সুবিধা চালু করেছে।
ইন্ডিয়ান ব্যাঙ্ক
৭ জুলাই ২০২৫ থেকে ইন্ডিয়ান ব্যাঙ্কও একই ঘোষণা করেছে। তাদের দাবি, গ্রাহকদের সুবিধার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)
১ জুলাই ২০২৫ থেকে PNB জানায়, আর কোনো গ্রাহককে ন্যূনতম ব্যালেন্স রাখতে হবে না।
ব্যাঙ্ক অফ বরোদা
ব্যাঙ্ক অফ বরোদা-ও জুলাই মাস থেকেই শূন্য ব্যালেন্স চালু করেছে। তবে প্রিমিয়াম অ্যাকাউন্টের ক্ষেত্রে কিছু শর্ত রয়ে গিয়েছে।
বেসরকারি ব্যাঙ্কে জরিমানা রয়ে গেল কড়া
HDFC ব্যাঙ্ক
- শহরে: ন্যূনতম ব্যালেন্স ₹১০,০০০
- আধা-শহরে: ₹৫,০০০
- গ্রামে: ₹২,৫০০
- জরিমানা: শহরে সর্বাধিক ₹৬০০, অন্য এলাকায় সর্বাধিক ₹৩০০
অ্যাক্সিস ব্যাঙ্ক
- আধা-শহর ও গ্রামে: ন্যূনতম ব্যালেন্স ₹১০,০০০
- নিয়ম ভাঙলে সর্বাধিক জরিমানা ₹৬০০ অথবা ব্যালেন্সের ৬%
কেন এই পার্থক্য?
সরকারি ব্যাঙ্কগুলির মূল লক্ষ্য বেশি সংখ্যক সাধারণ মানুষকে ব্যাঙ্কিং ব্যবস্থার আওতায় আনা। তাই তারা একের পর এক Zero Balance Account চালু করছে।
অন্যদিকে বেসরকারি ব্যাঙ্কগুলির আয়ের বড় অংশ আসে বিভিন্ন চার্জ থেকে। তাই তারা ন্যূনতম ব্যালেন্স নিয়ম কঠোর করছে।
গ্রাহকদের জন্য টিপস
- মাসে বড় অঙ্কের টাকা রাখতে না পারলে সরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট খোলা সবথেকে ভালো।
- বেসরকারি ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে অবশ্যই মাসে একবার ব্যালেন্স চেক করুন।
- জরিমানা এড়াতে SMS/ই-মেইল অ্যালার্ট চালু রাখুন।
- নতুন অ্যাকাউন্ট খোলার আগে শর্তগুলো ভালোভাবে পড়ুন।
Minimum Account Balance 2025 নিয়ে এখন এক অদ্ভুত দ্বন্দ্ব চলছে। সরকারি ব্যাঙ্কগুলো গ্রাহকবান্ধব সিদ্ধান্ত নিচ্ছে, আর বেসরকারি ব্যাঙ্কগুলো বাড়াচ্ছে শর্ত ও জরিমানা। তাই কোথায় অ্যাকাউন্ট রাখবেন, সেটা নির্ভর করবে আপনার প্রয়োজন আর আর্থিক অবস্থার উপর।
২০২৫ সালের নতুন ব্যাংকিং নিয়ম →